হবিগঞ্জের বানিয়াচং থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আমিনুল ইসলাম।
গত শুক্রবার (২৩ আগস্ট) বিকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এর পূর্বে তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদী জেলা সদরে জন্মগ্রহণ করেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি জানান, বানিয়াচং থানাকে নতুন আঙ্গিকে সাজাতে চাই ।যেখানে থাকবে না ঘুষ-দূর্নীতি, দালাল ও মিথ্যা মামলা দিয়ে জনসাধারণকে হয়রানি। নেয়া হবে না পুলিশ ক্লিয়ারেন্সে সরকারি ফিসের বাইরে কোনো অতিরিক্ত টাকা। মাদক, জুয়া, সন্ত্রাস, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে । এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণিপশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
যোগদানকালে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক সাহিদুর রহমান, আলহাদী প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও পুলিশের সাথে সংঘর্ষে ১০জন নিহতের ঘটনায় থানা পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। বর্তমানে উপজেলা বি.আর.ডি.বি কার্যালয়ে অস্থায়ীভাবে থানার কার্যক্রম চালু রয়েছে।