বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে নাহিদের বিরুদ্ধে আরো দুই হ ত্যা মা ম লা

  • প্রকাশের সময় : ২৬/০৮/২০২৪ ০৮:১৪:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
121

সিলেটের গোলাপগঞ্জে সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করে আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


রোববার ও আজ সোমবার ( ২৫ ও ২৬ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় এ দুই মামলা দায়ের করা হয়।


এর একটির বাদী ৪ আগস্টের সহিংসতায় নিহত ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের তৈয়ব আলীর ছেলে নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল।


মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। এছাড়া গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ মোট ১১৯ জনের নাম উল্লেখ করা হয়।  এছাড়া অজ্ঞাত আসামির সংখ্যা ১০০ থেকে ১১০ জন।  


অপর মামলাটি দায়ের করা হয়েছে আজ সোমবার। মামলার বাদী ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) এর বড় ভাই সাঈদ আলম। এই মামলায়ও প্রধান আসামি নুরুল ইসলাম নাহিদ।


অন্যান্য  আসামিরা হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল। আরও  ৫৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামী করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি