বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

সিলেটে আরেক মামলায় আসামি ১৩০

  • প্রকাশের সময় : ২৬/০৮/২০২৪ ০৬:৫৪:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
180

সিলেটের মিরবক্সটুলায় গত ৪ আগস্ট হামলা ও গুলির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮৬ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে।  


আজ সোমবার ( ২৬ আগস্ট) দুপুরের দিকে নগরীর ১৬নং ওয়ার্ডের চারাদিঘীরপার এলাকার রুবেল আহমদ (৩৫) মামলাটি দায়ের করেন। তার পিতার নাম আজিজুর রহমান।  


মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকার।  


এছাড়া আরও ৮১ জনের নাম উল্লেখ করে আসামি করার পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।


মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 


তিনি জানান, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে।  


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি