সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

২৩ বছরের বিবাহিত জীবনে ২৪ সন্তান!

  • প্রকাশের সময় : ২৬/০৮/২০২৪ ০৩:২০:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
37

২৩ বছরের বিবাহিত জীবনে সন্তানের সংখ্যা ২৪। এদের মধ্যে আবার কেউ যমজ। খুশবু পাঠক নামে অযোধ্যার এক নারী এই দাবি সমাজমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এই নারী সন্তানদের বয়স ২ থেকে ১৮ বছরের মধ্যে। 


খুশবুর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই স্থানীয় সংবাদমাধ্যম তার আহম্মেদ নগরের বাড়িতে পৌঁছে যায়। 


এর পরই ফাঁস হয় আসল রহস্য। ওই নারীর গর্ভজাত সন্তানের সংখ্যা মাত্র দুজন। বাকি ২২টি হল তার বাড়িতে থাকা গাছের সংখ্যা, যাদের ২৩ বছর ধরে খুশবু সন্তানের মতো লালনপালন করে আসছেন। এমনকি তার রেশন কার্ডেও দুই সন্তান থাকার উল্লেখ রয়েছে। 


সংবাদমাধ্যমে এই তথ্য জানতে পেরে অনেকেই ওই নারীর পোস্টে মন্তব্য করেন যে, শুধুমাত্র সমাজমাধ্যমে প্রচার পাওয়ার জন্য তিনি এই ধরনের মিথ্যা কথা বলছেন। সব কয়টি সন্তানকে ক্যামেরার সামনে হাজির করার দাবি করেছেন এক সমাজমাধ্যম ব্যবহারকারী।


সূত্র: আনন্দবাজার পত্রিকা


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি