সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল গ্রে প্তা র

  • প্রকাশের সময় : ২৫/০৮/২০২৪ ০৩:৫১:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
27

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ান জানায়, শনিবার সন্ধ্যায় দুরভ নিজের প্রাইভেট উড়োজাহাজে (জেট) করে দেশটির লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করেন। এর পর তাকে গ্রেপ্তার করা হয়।


৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দুরভ জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।


রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, দুরভকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে।


টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়।


এ অ্যাপের তথ্যভান্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য জোরাজুরি করা হলে ২০১৪ সালে দুরভ রাশিয়া ত্যাগ করেন। এরপর থেকে দুবাই থেকে এটি পরিচালিত হতে থাকে।


এরপর ২০১৮ সালে রুশ সরকার টেলিগ্রাম নিষিদ্ধ করে। যদিও ২০২১ সালেই আবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।


প্রসঙ্গত, বিশ্বে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম। ২০১৩ সালে প্রতিষ্ঠিত টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি হবে বলে আশা করা হচ্ছে।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি