সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

রাতে খোলেনি, কাপ্তাই বাঁধের গেট খোলা হবে সকালে

  • প্রকাশের সময় : ২৫/০৮/২০২৪ ১২:৫২:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে বিপৎসীমায় পৌঁছায়। এ অবস্থায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার দিনগত রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাতে খোলা হয়নি বাঁধের কোনো স্পিলওয়ে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হবে।


শনিবার (২৪ আগস্ট) দিনগত রাত ১১টা ৩০ মিনিটে পানি উন্নয়ন বোর্ডের (পিডিবি) ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানিয়েছেন, কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের ১৬টি জলকপাট রাতেই খোলার কথা ছিল। তবে বৃষ্টি না হাওয়ায় হ্রদে পানির প্রবাহ কম। তাই জলকপাট খোলার সময় পরিবর্তন করা হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পানি ছাড়া হবে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি