সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

সৌদি আরবে ভারী বৃষ্টি, তলিয়ে গেছে রাস্তাঘাট

  • প্রকাশের সময় : ২৪/০৮/২০২৪ ০৩:৩১:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
23

সৌদি আরবে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট। প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় অনেক গাড়ি পানিতে ডুবে গেছে।


সৌদির জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার মক্কা অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এর আগে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করে। এতে তায়েফ, আরদিয়াত, আদহাম, বনি ইয়াজিদ ও মায়সান এলাকায় ভারী বৃষ্টির কথা বলা হয়।



আবহাওয়াবিদরা মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের বিষয়ে সতর্ক করেছেন, যার প্রভাব পড়তে পারে নাজরান, জিজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে।



মূলত সৌদির আকাশসীমায় গ্রীষ্মমন্ডলীয় আর্দ্রতার প্রবাহ ও আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমন্ডলীয় বেল্টের স্থানান্তরের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।



আরব আবহাওয়া কেন্দ্রের বিশেষজ্ঞরা জিজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনাজুড়ে নতুন করে মেঘের পূর্বাভাস দিয়েছে। তাছাড়া জাজান ও আসিরে প্রচণ্ড বজ্রঝড়ের কথা বলা হয়েছে। এমন পরিস্থিতিতে উপত্যকা ও প্রাচীরগুলোতে বন্যা দেখা দিতে পারে।


সূত্র: গাল্ফ নিউজ



সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি