টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যার পানি বাড়তে থাকায় উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে এবং এলাকাবাসী আশ্রয়কেন্দ্রমুখী হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল পর্যন্ত উপজেলার ২টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ আগষ্ট) থেকে চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পানি বাড়ায় উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করে।
এতে উপজেলার চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন এলাকা, ৮টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
চুনারুঘাট উপজেলা দূর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, ভারী বৃষ্টিপাতের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় পুরো উপজেলায় আরও ১২ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ভারী বর্ষনের কারণে চুনারুঘাটে পাহাড় ধ্বস ও খোয়াই নদীর বাঁধ ভাঙ্গার আশংকা রয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের ও বন্যাকবলিত এলাকার বসবাসকারীদের ক্ষয়-ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে শহরজুরে মাইকিং করা হচ্ছে।