সিলেটে এবার এক হকার নেতা সদ্যসাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেছেন। তবে যে ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে সেটি ঘটেছে প্রায় একমাস আগে।
গত ২৩ জুলাই সিলেট মহানগরীর লালদীঘিরপাড় হকার্স মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা মামলাটির বাদী সিলেট জেলা শ্রমিক দল ও হকার নেতা মো. রুহুল আমিন রুবেল।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি মো. সায়েম খান।
মামলায় আনোয়ারুজ্জামান ছাড়াও আসামী করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (৫০), অতিরিক্ত পুলিশ-কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার (৪০), বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতোয়ালী মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন সিপন, সদ্যসাবেক সিসিক মেয়রের সহকারী শহীদ চৌধুরী (৫৫), বঙ্গবন্ধুু প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. ছুরত আলী (৪৬), হকার নেতা রুমন আহমদ (৩২) ও রকিব আলী (৫০)।
এছাড়াও অজ্ঞাতনামা আসাামী করা হয়েছে আরও ২৫০ জনকে।
আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে এফআইআর দাখিল করতে কোতোয়ালি থানাপুলিশকে নির্দেশ দিয়েছেন।