জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) আগামী মাসেই দলটির নতুন নেতা ও দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে যাচ্ছে।
বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত সপ্তাহে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার (২০ আগস্ট) এমন ঘোষণা দিলো দলটি। কম সমর্থন ও দলের মধ্যেই একটি দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
জানা গেছে, অভ্যন্তরীণ নির্বাচনটি অবশ্যই সেপ্টেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হতে হবে, এর মাধ্যমে কিশিদার তিন বছর মেয়াদের সমাপ্তি হবে।
নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি এক দিকে যেমন দলের নেতা হবেন, তেমনি জাপানের প্রধানমন্ত্রীও হবে।
এলডিপির প্রেসিডেন্ট পদে নির্বাচনী ক্যাম্পেই শুরু হবে ১২ সেপ্টেম্বর। এর এক সপ্তাহ পরে হবে ভোটগ্রহণ।
এদিকে সোমবার সাবেক ৪৯ বছর বয়সী অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকাইউকি কোবায়াশিপ্রথম তার প্রার্থিতা ঘোষণা করেন।
।
অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে সাবেক পরিবেশ মন্ত্রী শিনজিরো কোইজুমি। এছাড়াও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া, অর্থনৈতিক নিরাপত্তামন্ত্রী সানে তাকাইচি ও সাবেক জেন্ডার সমতামন্ত্রী সেকো নোদা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা।
সূত্র: আল-জাজিরা