সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

নোয়াখালীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : ২০/০৮/২০২৪ ০৪:২১:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
33

নোয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, গত একমাসের টানা বৃষ্টিতে একাধিকবার নোয়াখালী জেলা শহরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। পানি ঢুকেছে জেলার অনেক সরকারি দফতরেও। সবশেষ গত এক সপ্তাহের একটানা বৃষ্টিতে আবারও ডুবে গেছে পৌর এলাকা। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশির ভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনায়। একই চিত্র দেখা দিয়েছে জেলার নয়টি উপজেলায়ও। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানির কারণে শ্রেণি কার্যক্রম চালাতে বেগ পেতে হয় শিক্ষকদের। প্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।


জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে শ্রেণি কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। তা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে আসতে হয়। যেকোনও সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সার্বিক বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পানি কমে গেলে প্রতিষ্ঠান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি