জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের বার্ষিক বনভোজন এই বছর কেন্টের মার্গেট বীচে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের প্রায় দুশতাধিক সদস্যের সক্রিয় উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ই আগস্ট) সকাল ৯.৩০ মিনিটে ইস্ট লন্ডন মসজিদের সামনে থেকে বনভোজনে অংশগ্রহণকারীরা যাত্রা শুরু করেন। সারাদিনব্যাপী মার্গেট বীচে বিভিন্ন আনন্দময় কার্যক্রমে মেতে ওঠেন সবাই, যা বিকাল সাড়ে ছয়টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
বনভোজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল নানা ধরনের খেলার আয়োজন। এর মধ্যে হাড়ি ভাংগা, মোরগের লড়াই, ফুটবল, দড়ি টানাটানি এবং বালিশ বদল ছিল উল্লেখযোগ্য। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল র্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি অত্যাধুনিক ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এন্ড্রয়েড স্মার্টফোন এবং তৃতীয় পুরস্কার হিসেবে সামস্যাং এর একটি ট্যাবলেট প্রদান করা হয়। এসব ছাড়াও বিভিন্ন খেলায় বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও ক্রয়ডন কাউন্সিলের মেয়র, জকিগঞ্জের কৃতি সন্তান শেরওয়ান চৌধুরী। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী, এবং পুরো আয়োজনটি পরিচালনা করেন যৌথভাবে সংগঠনের সেক্রেটারি আবুল হোসেন ও জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি একলিম চৌধুরী।
বনভোজনের শেষে সকল সদস্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারাদিনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীরা অত্যন্ত আনন্দিত ছিলেন এবং ভবিষ্যতে এমন আরও আয়োজনের জন্য আহ্বান জানান।