বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

ম্যাপ ফিচার আসছে ইনস্টাগ্রামে

  • প্রকাশের সময় : ১৪/০৮/২০২৪ ০৩:১৯:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
18

সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে প্রথম সারির দিকে রয়েছে মেটার আওতাধীন ইনস্টাগ্রাম। যার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করে। সেই কারণেই অ্যাপটিকে আকর্ষণীয় করতে নিত্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা।


ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে নতুন ‘ম্যাপ ফিচার’ নিয়ে আসার পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীদের জন্য বিভিন্ন স্থানের তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি করবে।


নতুন ম্যাপ ফিচারটি ইন্টারেক্টিভ এবং সুবিধাজনক হবে। ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে স্থান শেয়ার করতে পারবেন এবং সেই স্থান সম্পর্কে রিভিউ ও ছবি পোস্ট করতে পারবেন।


এছাড়া, ব্যবহারকারীরা তাদের পছন্দের স্থানগুলোকে সেভ করে রাখতে পারবেন, যা ভবিষ্যতে তাদের জন্য সহায়ক হবে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আশা করছে যে, এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে আরও বেশি সংযোগ এবং যোগাযোগ তৈরি করবে।


প্রসঙ্গত, ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সম্প্রতি রিলের ক্ষেত্রে নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এতদিন রিল তৈরির সময় পছন্দের একটি গান ব্যবহার করা যেত। কিন্তু এবার এক রিলে ব্যবহার করা যাবে একাধিক গান।


জানা গিয়েছে, এবার একটা রিলে ২০ টা পর্যন্ত গান ব্যবহার করা যাবে। এখানেই শেষ নয়, এই যে একাধিক গান মিশিয়ে একটি ট্র্যাক তৈরি করলেন। এটি আপনি সেভ করে রাখতে পারবেন। যা পরে ফের ব্যবহার করতে পারবেন।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি