সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

হঠাৎ ওজন কমাচ্ছেন শাহরুখ খান

  • প্রকাশের সময় : ১৪/০৮/২০২৪ ১২:০৯:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
27

আসন্ন ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত শাহরুখ খান। সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সেখানেই এক সাক্ষাৎকারে জীবনের নানা সাফল্য নিয়ে কথা বলেন শাহরুখ। 


আসন্ন কাজ নিয়েও আলোচনা করেন তিনি। আগামীতে সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। সেই ছবির প্রস্তুতি সম্পর্কে কথা বলেন শাহরুখ। তিনি জানান, তিনি ‘কিং’ নিয়ে বেশ আশাবাদী কারণ, বিশেষ ধরনের কিছু ছবি করতে পছন্দ করেন। 


সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘বিশেষ ধরনের কিছু ছবি রয়েছে যেগুলিতে আমি অভিনয় করতে পছন্দ করি। হতে পারে বয়সের কারণে কিছু বাধার সম্মুখীন হতে হয়। তবে আমি নতুন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি। গত ছয়-সাত বছর ধরে আমি এই ধরনের ছবির (কিং) কথা ভাবছিলাম এবং সুজয়কে বলেছিলাম। ও আমাদের প্রযোজনা সংস্থার জন্য কিছু ছবি তৈরি করেছে। ওই বলল, একটি বিশেষ বিষয়ের ছবি রয়েছে।’


‘কিং’-এ অভিনয় করার জন্য ওজনও কমাতে হবে বলে জানান শাহরুখ। তিনি বলেন, ‘আমি ‘কিং’ ছবিতে অভিনয় করছি। শীঘ্রই এই ছবির কাজ শুরু করতে হবে আমাকে। সে জন্য আমাকে একটু ওজনও কমাতে হবে। এ জন্য শরীরচর্চাও করতে হবে।’


একটি ছবি করতে অনেকটা সময় নেন শাহরুখ। অভিনেতা জানান, তিনি ছবির পরিচালকের সঙ্গে অনেকটা সময় কাটাতে পছন্দ করেন। তাই একটি ছবির কাজ শেষ করতে অনেকটা সময় লাগে।


শাহরুখের এই ছবিতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খানও। এটিই বড় পর্দায় তার প্রথম ছবি। এর আগে ওটিটি-র ছবি ‘আর্চিজ’-এ অভিনয় করেছেন তিনি। ‘কিং’ ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি