বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জে ব.জ্র.পা.তে দুই ভাই সহ ৩ জন নি হ ত

  • প্রকাশের সময় : ১২/০৮/২০২৪ ১১:৪১:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় খলিল মিয়া (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।


সোমবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার জগদীশপুর ও বহরা ইউনিয়নে পৃথক সময় তারা মারা যান।


নিহত তিনজন হলেন, খড়কি গ্রামে আশরাফ উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন (২৫), তার ছোট ভাই মনির উদ্দিন (২২) ও বহরা ইউনিয়নে দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫)। আহত ব্যক্তির নাম খলিল মিয়া (২৫)। তিনি দলগাঁও গ্রামের জলিল মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, বিকেলে কৃষক সাহাব উদ্দিন ও তার ছোট ভাই মনির উদ্দিন খড়কি গ্রামের মাঠে কাজ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাতে দুজন আহত হলে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


একইদিন দলগাঁও গ্রামে শফিক মিয়া ও খলিল মিয়া বজ্রপাতে আহত হন। তাদেরও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন। খলিল মিয়াকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতন নাঈম সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি