পুরোদমে সিলেটের কানাইঘাট থানার পুলিশি সেবা কার্যক্রম শুরু হয়েছে। গত দু’দিনে অধিকাংশ পুলিশ অফিসার ও সদস্যরা থানায় কর্মস্থলে যোগদান করে দৈনন্দিন কার্যক্রম শুরু করেছেন।
সোমবার সকাল থেকে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার সহ পুলিশের সাব-ইন্সপেক্টর এএসআই পদমর্যাদার অফিসাররা থানায় অবস্থান করে দাপ্তরিক কার্যক্রম করতে দেখা গেছে। অনেকেই তাদের লিখিত অভিযোগ নিয়ে থানায় কাঙ্খিত সেবা পেয়েছেন বলে জানিয়েছেন। থানায় পুলিশ যোগদান করে পুলিশি সেবা কার্যক্রম শুরু করায় নানা মহল সাধুবাদ জানিয়েছেন।
সচেতন মহলের অনেকে জানিয়েছেন, গত কয়েক দিন থেকে পুলিশের শূন্যতা সবাই অনুভব করেছেন। পুলিশ সব-সময় আইন-শৃঙ্খলা নিয়ে কাজ করে থাকে, যার কারনে সব-সময় জনসাদারণের জন্য পুলিশের প্রয়োজনীয়তা রয়েছে। অতীতের ভুল-ত্রুটি শুধরে নিয়ে জনসাধারণের প্রকৃত সেবক হিসেবে এখন থেকে পুলিশ তাদের দৈনন্দিন সেবার মাধ্যমে মানুষ আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে এমন প্রত্যাশা সবার।
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, কর্মস্থলে আসতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। দু’এক দিনের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশের সেবা কার্যক্রম আমরা পুরোদমে শুরু করব। থানায় যারা আসছেন তাদেরকেও আমরা সেবা দিচ্ছি। এখন থেকে কানাইঘাট থানা পুলিশ সত্যিকার অর্থে জনগনের সেবক হিসেবে কাজ করবে। পুলিশের ভাবমুর্তি ফিরিয়ে আনতে এবং জনসাধারণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে অতীতের সব বেদাবেদ ভুলে গিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।