দেশের চলমান পরিস্থিতিতে বন্ধ থাকার পর সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পুলিশিং সেবা কার্যক্রম শুরু হয়েছে। এতে সর্বস্তরে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (১২ আগষ্ট) সকাল থেকে সেবা প্রার্থীদের জিডি, মামলা সহ সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। পুলিশের ১১দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী গত ৬ আগস্ট থেকে কর্ম বিরতি পালন শুরু করে।
পুলিশের সকল যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। পুলিশের অধিকাংশ দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস দেন তিনি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, রবিবার রাতে কেন্দ্রীয়ভাবে কর্মবিরতি প্রত্যাহারে সিদ্ধান্তে পুলিশের সকল ইউনিট কাজে ফিরতে শুরু করেছে। এর পর থেকে জগন্নাথপুর থানায় কার্যক্রম শুরু করেছি। আমাদের পুরোদমে কাজ চলছে।