শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

বিয়ানীবাজারে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ

  • প্রকাশের সময় : ১২/০৮/২০২৪ ০৯:১৮:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত ছবি
Share
33

 বিয়ানীবাজার উপজেলায় অবশেষে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। সোমবার বিকেল থেকে বিয়ানীবাজার থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করে থানা পুলিশ। 


বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর প্রতিবেদককে বলেন, আজ থানায় যোগদান করেছি আমাদের বাকি সহকর্মীরাও ধারাবাহিক ভাবে যোগদান করবেন। আপাতত আমরা সাধারণ ডায়েরি সহ বিভিন্ন সেবা  চালু রেখেছি এ ছাড়া ও আমার নাম্বারটি চালু রয়েছে যেকোনো প্রয়োজন সর্ব সাধারণ যোগাযোগ করতে পারবেন। 


উল্লেখ্য, গত ৫ই আগষ্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিয়ানীবাজার থানায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে দরকারি জিনিসপত্র এবং পুলিশের অস্ত্র লুট করে নিয়ে যাওয়া সহ থানায় আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের ব্যবহৃত গাড়ি গুলো পুড়িয়ে দেয়এতে বিয়ানীবাজার থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।



সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি