বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজার রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় সাধারণ শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : ১২/০৮/২০২৪ ০৭:৩৩:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
51

বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় সাধারণ শিক্ষার্থীরা। বিয়ানীবাজার সরকারি কলেজে ধারাবাহিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন সময় রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে নানা কর্মসূচি পালন করতে দেখা যায় বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের।


রবিবার বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক কর্মসূচি পালন করতে দেখা যায় বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের। 


এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী তাওসীফ মাশরাফি বলেন, আমরা যখন এই ক্যাম্পাসে পড়ালেখা করেছি আমরা নিজ চোখে অনেক কিছুই দেখেছি আমরা আমাদের ক্যাম্পাসটি সম্পন্ন রাজনীতিমুক্ত হিসেবে দেখতে চাই। 


শিক্ষার্থী নাইম আহমদ বলেন, কলেজে আমাদের ভাই বোনরা পড়াশোনা করার জন্য আসে কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতার কারনে তারা ভয়ে পাঠ্য সেবা নিতে ভয় পায়। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা দিয়ে যেন আমাদের দাবিটি মানা হয়। 


এ বিষয়ে বিয়ানীবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি করেছে সেটি তারা দাবি করতেই পারে। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি