বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

সিলেটে দুই ট্রাক চোলাই মদ ধরলো শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : ১১/০৮/২০২৪ ০৮:৫০:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
43

সিলেট নগরীতে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা দুটি ট্রাকে ৪১ ড্রাম চোলাই মদ জব্দ করেছে। জব্দকৃত  ড্রামে ৮২০০ লিটার মদ ছিল। 


রোববার (১১ আগস্ট) বেলা ২টার দিকে মেন্দিবাগ এলাকায় স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্বে ছিলো শিক্ষার্থীরা।


এ সময় দুটি মিনি ট্রাকে সিগন্যাল দিলে, গাড়ি থামান চালকরা। জিজ্ঞাসাবাদকালে দুটি ট্রাকে থাকা দুইজন পালিয়ে গেলে শিক্ষার্থীদের সন্দেহ জাগে।


এ সময় গাড়ি তল্লাশি করে একটিতে ২০ ড্রাম ও অপর ট্রাকে ২১ ড্রাম চোলাই মদ পাওয়া যায়। 


শিক্ষার্থীরা জানান, প্রতি ড্রামে ২০০ লিটার করে মোট ৮২০০ লিটার মদ রয়েছে দুটো ট্রাকে। গাড়ির চালকরা সরকারি মদ বলে দাবি করছে। পরে শিক্ষার্থীর সেনাবাহিনীকে জানায়।


এব্যাপারে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) সাইফুল ইসলামের ব্যবহৃত সরকারি মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি। 


পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, টহলরত সেনাবাহিনীকে শিক্ষার্থীরা জানালে সেনাবাহিনী সেগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। এবিষয়ে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি