বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

শাবিপ্রবির কোষাধ্যক্ষ আমিনা পারভীন পদত্যাগ

  • প্রকাশের সময় : ১১/০৮/২০২৪ ০৭:২১:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত ছবি
Share
28

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।


জনসংযোগ দপ্তর সূত্র জানায়, শনিবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন। তবে কি কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তা জানা যায়নি।


এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ একইদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং সকল আবাসিক হলের প্রভোস্ট একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি