শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সিলেটসহ সারাদেশে পুলিশের অনুপস্থিতে ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের নেতাকর্মী, স্কাউট এবং বিএনসিসির সদস্যরা। তবে এ অবস্থার অবসান হচ্ছে। সিলেটের সড়কে নামছে ট্রাফিক পুলিশ।
সোমবার ( ১২ আগস্ট) থেকে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে তাদের দায়িত্ব পালন করতে দেখা যাবে।
আজ রোবববার (১১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন এ তথ্য জানান।
এর আগে দুপুরের দিকে তিনি ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।
এসময় তিনি খুব তাড়াতাড়ি সিলেট মহানগর পুলিশের সবগুলো থানায় সার্বক্ষনিক সেবদান কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন।