বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

সিলেটের সড়কে ট্রাফিক পুলিশ নামছে সোমবার

  • প্রকাশের সময় : ১১/০৮/২০২৪ ০৬:১৩:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত ছবি
Share
38

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সিলেটসহ সারাদেশে পুলিশের অনুপস্থিতে ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের নেতাকর্মী, স্কাউট এবং বিএনসিসির সদস্যরা। তবে এ অবস্থার অবসান হচ্ছে। সিলেটের সড়কে নামছে ট্রাফিক পুলিশ।


সোমবার ( ১২ আগস্ট) থেকে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে তাদের দায়িত্ব পালন করতে দেখা যাবে।


আজ রোবববার (১১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন এ তথ্য জানান।


এর আগে দুপুরের দিকে তিনি ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। 


এসময় তিনি খুব তাড়াতাড়ি সিলেট মহানগর পুলিশের সবগুলো থানায় সার্বক্ষনিক সেবদান কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি