বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : ১১/০৮/২০২৪ ০৫:৪৯:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত ছবি
Share
45

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উত্তাল সিলেটের চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদমিনারসহ গোটা চৌহাট্টা এলাকা।


আজ রোববার দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল নিয়ে সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা এসে জড়ো হন শহীদমিনারে। বিকাল ৪টা থেকে শুরু হয় সমাবেশ।


সমাবেশে বক্তার কঠোরভাবে সন্ত্রাস ও নৈরাজ্য দমনে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।


তারা পুলিশ বাহিনীকে সক্রিয় করার জোরালো দাবি জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমরাও ছিলাম। দেশেট সব আন্দোলন সংগ্রামে সনাতনীদের মূল্যবান অবদান রয়েছে। কিন্তু তবু আজ আমরা হামলা ও সন্ত্রাসের শিকার হচ্ছি। অবিলম্বে এ অবস্থার অবসান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।


এ রিপোর্ট লেখার সময় ( বিকেল পৌণে ৬টা) পর্যন্ত সমাবেশ চলছিল। সেখানে কয়েকশ সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহন করেন। 



সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি