বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

ভিসি পদত্যাগ করলেও থাকতে চান শাবিপ্রবির প্রো-ভিসি

  • প্রকাশের সময় : ১১/০৮/২০২৪ ১০:৩৬:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের অধ্যাপক ড. মো. কবির হোসেন
Share
26

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন। তবে নিজ পদ থেকে আপাতত পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।


শনিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন গণমাধ্যমকে তিনি বলেন, ‌‘আমি টিভিতে দেখেছি ভিসি স্যার পদত্যাগ করেছেন। তবে আমি একটা স্ট্যাটাসের মাধ্যমে আমার অবস্থানটা ক্লিয়ার করেছি। পরিস্থিতি দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা।’


পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপাতত সিলেটে আমার বাসায় আছি। আমি তো এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। আমার তো সমস্যা নেই, যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেওয়া যাবে।’


এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি প্ল্যাটফর্মে এক স্ট্যাটাসের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজের অবস্থান তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনায় বসতে ইচ্ছা পোষণ করেন তিনি।  


তবে সেই পোস্টে কমেন্ট করে উপ-উপাচার্যকে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সসম্মানে পদত্যাগের আহ্বান জানান শিক্ষার্থীরা।


অন্যদিকে শনিবার (১০ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণে মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর রাতে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়।  


এর আগে গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি