সিলেটে সড়ক ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশের মতো সিলেটেও পুলিশ সদস্যরা কর্মস্থলে অনুপস্থিত ছিল। জীবন অনেকটা ঝুঁকিপূর্ণ বিবেচনায় তারা আত্মরক্ষায় এমনটা করেছেন।
এদিকে ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে বিশৃঙ্খলা এড়াতে যানবাহন চলাচলে শৃঙ্খলার দায়িত্বে নেয় সিলেটের সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিন তারা টানা সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন।
তবে তাদের সংখ্যা বেশী হওয়ায় স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এদিকে, যান চলাচলে শৃঙ্খলা ফিরাতে শনিবার থেকে সড়কে নেমেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এর আগে গত বৃহস্পতিবার থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নামেন আনসার সদস্যরাও।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে শুধুমাত্র স্কাউট ও বিএনসিসি’র প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া সাধারণ ছাত্র-ছাত্রীদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সমন্বয়ক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র ফয়ছল হোসেন। তাই আগামী কাল রোববার থেকে আর সাধারণ শিক্ষার্থীদের রাস্তায় দেখা যাবেনা বলে জানানো হয়েছে।