বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন হবিগঞ্জের সৈয়দা রিজওয়ানা

  • প্রকাশের সময় : ০৯/০৮/২০২৪ ১১:০৯:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সৈয়দা রিজওয়ানা হাসান।
Share
50

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।


বৃহস্পতিবার (৮আগস্ট) রাতে সরকারের অন্য উপদেষ্টাদের সঙ্গে তিনিও শপথ গ্রহণ করেন।


রিজওয়ানা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃর্তি সন্তান, আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী।


সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা সৈয়দ মহিবুল হাসান সাবেক প্রতিমন্ত্রী।


এ ব্যাপারে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রিজওয়ানার চাচাতো ভাই সৈয়দ লিয়াকত হাসান বলেন, আমরা খুবই আনন্দিত যে, হবিগঞ্জের একজন সন্তান উপদেষ্টা হিসেবে পেলাম। আমি আশাবাদী, তাঁর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি