অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (৮আগস্ট) রাতে সরকারের অন্য উপদেষ্টাদের সঙ্গে তিনিও শপথ গ্রহণ করেন।
রিজওয়ানা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃর্তি সন্তান, আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী।
সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা সৈয়দ মহিবুল হাসান সাবেক প্রতিমন্ত্রী।
এ ব্যাপারে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রিজওয়ানার চাচাতো ভাই সৈয়দ লিয়াকত হাসান বলেন, আমরা খুবই আনন্দিত যে, হবিগঞ্জের একজন সন্তান উপদেষ্টা হিসেবে পেলাম। আমি আশাবাদী, তাঁর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে।