বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে থানায় হামলা, ১৩ পুলিশকে হত্যা

  • প্রকাশের সময় : ০৪/০৮/২০২৪ ০৮:৫৬:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

এক দফা আন্দোলনে ছাত্র-জনতার হামলায় এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, এখন পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় একজন এবং এনায়েতপুরে ১৩ জন।


এর আগে, রবিবার সন্ধ্যায় বিভাগীয় অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১১ জন (সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখার সময়) পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে এই কর্মকর্তা জানিয়েছেন। কিন্তু তিনি নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি। 


অন্যদিকে, প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতাসহ বিএনপি-জামায়াতের একটি মিছিল বের করে। তারা মিছিল নিয়ে এনায়েতপুর থানার দক্ষিণ এলাকা থেকে থানার দিকে আসতে থাকে। মিছিলটি থানার সামনে আসলে পুলিশ সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে মিছিলকারীরা বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে এবং থানায় আগুন ধরিয়ে দেয়। বর্তমানে থানার ভিতরেই লাশ রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি