সিলেটের বিয়ানীবাজার থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ মোঃ আব্দুল জলিল (৫৮) নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোঃ আব্দুল জলিল সিলেটের মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার জমশেদ আলীর আলীর ছেলে।
শুক্রবার (২ আগষ্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট জেলা পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার (১ আগষ্ট) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চারখাই বাজার এলাকা থেকে এই ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ মোঃ আব্দুল জলিলকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার মিডিয়া অফিসার এসআই শিমুল রায় জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।