কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় নাশকতার মামলায় অনেকে গ্রেফতারও হয়েছেন। এই সময়ে ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবও ছড়িয়ে পড়ছে। এমনি গুজবের শিকার জুবায়ের আহমেদ আনসারী নামে সিলেট সরকারি কলেজের এক শিক্ষার্থী!
ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করে ‘উই ওয়ান্ট দ্য আনকনডিশনাল রিলিজ অব অল স্যার অ্যান্ড দ্য স্টুডেন্টস’ শিরোনামে বেশ কিছু শিক্ষার্থী ও শিক্ষকের মুক্তি দাবি করা হয়। সেখানে সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আহমেদ আনসারীর মুক্তিও চাওয়া হয়েছে।
বুধবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে জুবায়ের আহমেদ আনসারী নামের ওই শিক্ষার্থী নিজের ফেসবুকে পোষ্ট করে বিষয়টি গুজব বলে জানিয়েছেন।ফেসবুক পোষ্টে তিনি দাবি করেছেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকই হননি।
ফেসবুকে তার মুক্তি চাওয়া পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘আমি জুবায়ের আহমেদ আনসারী, সিলেট সরকারি কলেজে পড়ি, আমি বাসায় আছি, হুদাই কে আমার নামে গুজব ছড়াচ্ছে! কিছু শেয়ার দেয়ার আগে একটু কষ্ট করে চেক দিয়ে দিবেন। নইলে আসলে যখন বিপদে পড়বো তখন ভাববে মানুষ ঢং করতেছি। ধন্যবাদ!’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে প্রাণঘাতি সংঘাতে জড়ায় আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী কয়েকদিন সারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। সারা দেশে সংঘাত ও সংঘর্ষের ঘটনায় অনেক মামলায় কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারদের মধ্যে অনেক শিক্ষার্থীও রয়েছে।