বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

কে এই লেডি ‘ডেডপুল’

  • প্রকাশের সময় : ০১/০৮/২০২৪ ০১:১৬:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
16

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি গত ২৬ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এরই মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে ছবিটি। কোনো কোনো দেশে আয়ের নিরিখে রেকর্ডও গড়েছে সিনেমাটি।


‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটির ‘ডেডপুল’ অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হলিউডের খ্যাতিমান অভিনেতা রায়ান রেনল্ডস। সিনেমাটিতে লেডি ডেডপুল হয়ে নজর কেড়েছে ‘ক্যাসেন্দ্রা নোভা’ চরিত্রটি। এতে অভিনয় করেছেন খ্যাতিমান ব্রিটিশ অভিনেত্রী এমা করিন। এই অভিনয়শিল্পীকে নিয়ে এখন উৎসুক ভক্তরা। বলছেন, দুর্দান্ত অভিনয় করা এই লেডি ডেডপুল কে?


নির্মাতা শন লেভির এ সিনেমার মাধ্যমে ‘ডেডপুল’ সিরিজে যুক্ত হয়েছেন এমা করিন। তার অভিনীত চরিত্রটিকে সিরিজের অন্যতম শক্তিশালী খল চরিত্র বলে মনে করা হচ্ছে। এ চরিত্রটিতে সুপার পাওয়ারের ভয়ানক খেলা দেখানো হয়েছে। তথাকথিত গ্লামার নয়, অভিনেত্রীকে পর্দায় হাজির করা হয়েছে টেকো মাথায়। যদিও এর আগে কয়েকটি সিনেমায় তাকে পাওয়া গিয়েছিল ভিন্ন রূপে।


এমা করিনকে নেটফ্লিক্সের আলোচিত ‘দ্য ক্রাউন’ সিরিজে দেখা গিয়েছিল প্রিন্সেস ডায়ানার চরিত্রে। চরিত্রটি বেশ সমালোচিতও হয়েছিল। এতে তার হৃদয়গ্রাহী অভিনয় এক শ্রেণির দর্শক-সমালোচকদের মন জয় করেছে। সেই এমা করিন এবার ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমায় অন্য রূপে হাজির হয়েছেন। ‘দ্য ক্রাউন’-এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি।


২০২২ সালে করেন নিরীক্ষার্ধমী রোমান্টিক ড্রামা সিনেমা ‘মাই পুলিশম্যান’। গত বছর আবার তিনি আলোচনায় আসেন হুলুর মিনি সিরিজ ‘আ মার্ডার অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ দিয়ে। সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলারটিতে তরুণ গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেন তিনি।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি