সিলেট মহানগরী থেকে ২৪ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল পোনে ৯টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামনে থেকে এসব পণ্য জব্দ করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ১ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উপরশ্যামপুর গ্রামের কামাল হোসেন পাখির ছেলে মো. জাকারিয়া আহমদ (২৬)।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো ১ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকারের কাপড়ের রুল রয়েছে। গ্রেফতার চোরকারবারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।