মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে রি-শেয়ার অপশন!

  • প্রকাশের সময় : ৩১/০৭/২০২৪ ১১:৪৭:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
23

পারিবারিক বা সামাজিক যে কোন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বেশ এগিয়ে। প্রিয় মুহূর্তগুলো শেয়ার করেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। এবার সেই স্ট্যাটাসে যুক্ত হচ্ছে নতুন ফিচার।


দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামে রয়েছে স্ট্যাটাস রি-শেয়ার অপশন। অর্থাৎ কেউ স্ট্যাটাসে যা পোস্ট করেন সেখানে যদি আপনাকে মেনশন করেন তাহলে তা নিজের স্ট্যাটাসে শেয়ার করা যায়। এই ফিচার আসছে হোয়াটসঅ্যাপেও। স্ট্যাটাস রি-শেয়ার করা যাবে এই অ্যাপেও।


এতদিন এই সুযোগ ছিল না হোয়াটসঅ্যাপে। শুধু অন্যের স্ট্যাটাস দেখা যেত। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের কাছে অ্যাপের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ।


এদিকে ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। যুক্ত করা হচ্ছে এআই ফিল্টার। এর সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ব্যবহারকারীরা।


ওয়েবিটাইনফো জানিয়েছে, বেটা ব্যবহারকারীদের একাংশ এআই ফিল্টার ব্যবহারের সুযোগ পেয়েছেন। তারা ভিডিও কলের সময় নিজেদের মুখে এআই ফিল্টার ব্যবহার করতে পারছেন। অনেক ধরনের অ্যাফেক্টসও বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি