লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে লেষ্টারের উদ্দেশ্যে দিনব্যাপী সফর সূচি: কর্মী সম্মেলন, শানে রেসালাত সম্মেলন ও শায়খ রিয়াদুল হকের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউ, কে, লন্ডন মহানগর শাখার উদ্যোগে সোমবার (২৯ জুলাই) মিনি কোচ যোগে দিনব্যাপী সফর সফল ভাবে সম্পন্ন হয়েছে।
প্রথমে লন্ডনের ইষ্টহামস্থ রাওজা একাডেমীতে নেতৃবৃন্দ সমবেত হন এবং সকাল দশটায় যাত্রা শুরু হয়। উলামায়ে কেরাম ও ইউকে জমিয়ত নেতৃবৃন্দের অংশ গ্রহণে শিক্ষা সফরটি মাশাআল্লাহ অত্যন্ত সফল ও উপভোগ্য হয়ে উঠে। লেষ্টারের আল ইহসান একাডেমীতে দুপুরে অনুষ্ঠিতব্য শানে রেসালাত সম্মেলনে যোগদান, জমিয়তের কর্মী সম্মেলনে অংশগ্রহণ এবং বিখ্যাত ইসলামী স্কলার শায়খ রিয়াদুল হক সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ সফরসূচির অন্তর্ভুক্ত ছিল। শানে রেসালাত সম্মেলন ও কর্মী সম্মেলনে খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব সাহেব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আবদুল মুনতাকিম সহ জমিয়ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের উদ্যোগে দিনব্যাপী এই শিক্ষা সফরটি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সিনিয়র সহ সভাপতি মাওলানা শামছুল আলম কিয়াম পুরীর নেতৃত্বে একটি কোচ যোগে অনুষ্ঠিত হয়।
আল ইহসান একাডেমী লেষ্টার কর্তৃক আয়োজিত তাৎপর্যপূর্ণ শানে রেসালাত সম্মেলনে যোগদান, লেষ্টারের কর্মী সম্মেলনে অংশগ্রহণ এবং যুগ বিখ্যাত ইসলামী স্কলার শায়খ রিয়াদুল হকের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় একান্ত ভাবে মিলিত হওয়া এবং কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ পরিদর্শন সহ নানা রকম প্রোগ্রামের মাধ্যমে লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে এ সফরটি মাশাআল্লাহ অত্যন্ত আনন্দঘন ও উপভোগ্য প্রমানিত হয়েছে।
লন্ডন মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল আলম কিয়ামপূরীর সার্বিক তত্ত্বাবধানে ও সেক্রেটারি মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ এর পরিচালনায় সফরের প্রতিটি প্রোগ্রাম সকল কর্মীও যাত্রীদের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে। আতাউল মুহসিন এর তেলাওয়াত অনেক মনমুগ্ধ কর ছিল। সফর সঙ্গী হিসেবে ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া প্রমুখ। তাদের উপস্থিতি ছিল আনন্দ সঞ্চারক ।
শিক্ষা সফরে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ সাদিকুল ইসলাম, আশিক আলী, জামীল আহমদ, মোস্তফা সাহেব, আলমগীর মিয়া ও মুজিবুর রহমান প্রমুখ।