সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

জালিয়াতির শিকার হয়ে লাখ টাকা হারালেন প্রকৌশলী!

  • প্রকাশের সময় : ৩০/০৭/২০২৪ ০১:১৬:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
17

এবার অনলাইন জালিয়াতির শিকার হয়েছেন ভারতের এক প্রকৌশলী। একটু ভুলেই হারালেন প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ নিয়ে থানায় অভিযোগও করেছেন।


জানা গেছে, ভারতের হুগলির উত্তরপাড়া ভদ্রকালী এলাকার বাসিন্দা ওই প্রকৌশলীর নাম অভিজ্ঞান বোস। একটি বেসরকারি ব্যাংকে অনেক টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন। রোববার তার কাছে ব্যাংকের নাম করে ফোন করেন এক ব্যক্তি। তিনি অভিজ্ঞানের কাছে একাধিক গোপন তথ্য জানতে চান। বিশ্বাস অর্জনের জন্য ব্যাংকের কিছু তথ্যও দেন।


অভিজ্ঞান ভাবেন, সত্যিই ব্যাংকের ফোন। এরপর নেট ব্যাংকিংয়ের জন্য ওটিপি দিতেই তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় সাড়ে তিন লাখ টাকা।


অভিজ্ঞানের অভিযোগ, ফোন করে তাকে তার কাস্টমার আইডি, তার ডেবিট কার্ডের নাম্বার যেগুলো ব্যাংক ছাড়া কারও জানার কথা নয় সেগুলো বলা হয়। ফলে তিনি বিশ্বাস করতে বাধ্য হন যে ফোনটি ব্যাংকের।


পুরো ঘটনার জন্য ব্যাংককে দায়ী করেছেন অভিজ্ঞান। তার দাবি, ব্যাংকের কেউ এই ঘটনায় যুক্ত না থাকলে এত গোপন তথ্য কীভাবে বাইরের কেউ পাবেন। দিন দিন এভাবে প্রতারণা বাড়লে মানুষ কোথায় আর ভরসা করে টাকা রাখবে?


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি