বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ জুলাই দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি এমদাদ নুর প্রমুখ।