মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

১ বছরে বিএনপির ‘ক্ষতি’ আড়াই কোটি টাকা

  • প্রকাশের সময় : ২৯/০৭/২০২৪ ০৭:৪৫:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
19

টানা তিন বছর ধরে ঘাটতিতে থাকার পর গত বছর লাভের মুখ দেখলেও এবার ফের আয়ের চেয়ে ব্যয় বেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির। এতে দলটির ‘ক্ষতি’ হয়েছে দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯ টাকা।


সোমবার (২৯ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারের জমা দেওয়া হিসাব বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।


২০২৩ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছে এক কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। আর ব্যয় হয়েছে তিন কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। অফিস খরচ, স্টাফদের বেতন, পত্রিকায় বিজ্ঞাপন, পোস্টার-লিফলেট ছাপানো, ইফতার আয়োজন এবং গুম-খুনের শিকার দলীয় নেতাকর্মীদের পরিবারগুলোর জন্য আর্থিক সহযোগিতা বাবদ এ ব্যয় হয়েছে। অর্থাৎ ‘ক্ষতি’ হয়েছে দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯ টাকা।


দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জমা দেওয়া হিসাব বিবরণী অনুযায়ী, ২০২২ পঞ্জিকা বছরে দলটি মোট আয় করেছিল পাঁচ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আর ব্যয় হয়েছিল তিন কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। অর্থাৎ দলটির ‘লাভ’ হয়েছিল দুই কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। তার আগের টানা তিন বছর লাভের মুখ দেখেনি দলটি।


গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগসহ বেশি কয়েকটি দল ইসিতে হিসাব জমা দিয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি