শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

কোটা আন্দোলন: হবিগঞ্জে প্রভাষক গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৯/০৭/২০২৪ ০৬:৪০:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

হবিগঞ্জের বাহুবলে কোটা আন্দোলনে নাশকতা মামলার আসামি হাবিবুর রহমান নামের এক প্রভাষককে গ্রেফতার করেছে র‌্যাব।


রোববার সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি বাহুবল উপজেলার চারগাঁও প্রকাশিত হাফিজপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে। সে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক। পরে গ্রেফতারকৃত আসামিকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রসঙ্গত, গত ২০ জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় থানার এসআই শুভ্র চন্দ্র দাস বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর ৪শ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি ওই মামলার এজাহার নামীয় আসামি।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি