সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

শাফিনকে নিয়ে লিখলেন পরীমনি

  • প্রকাশের সময় : ২৯/০৭/২০২৪ ০৬:৩৮:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
13

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন।


যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।


মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


শাফিন আহমেদের চলে যাওয়ায় বিষাদে ভরেছে চিত্রতারকাদের টাইমলাইন।  ঢাকাই সিনেমার তারকা পরীমনিও হয়েছেন শোকস্তব্ধ। মাঝরাতে কিংবদন্তি এই ব্যান্ডতারকাকে নিয়ে তিনি পোস্ট দিয়েছেন। 


বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরীমনি ফেসবুকে নিজের বিষণ্ণ বদনের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আজ জন্মদিন তোমার হয়ে রয়ে যাবে চিরকাল। জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া।’


তিনি আরও লিখেছেন, ‘প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারা জীবন।’ 


এর আগে শাফিনকে নিয়ে শোক প্রকাশ করেছেন আরও অনেকে। নিজের ফেসবুকে তার গানের কয়েকটি লাইন তুলে দিয়ে জেমস লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না।’


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি