সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে থেকে সিলেট-হ-১৫-০৯৩৬ নাম্বারের ১২৫ মডেলের সিসির হিরো গ্লামার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার রাতে বিয়ানীবাজার পৌর শহরের পুলিশ চেক পোস্টের পাশে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মুখ থেকে রাত ১১টায় মোটরসাইকেলটি চুরির ঘটনা ঘটে।
মোটরসাইকেল মালিক রাজেল আহমদ বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে ছিলাম ফিরে এসে দেখি মোটরসাইকেলটি চুরি হয়েগেছে। বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি আমি সকলের সহযোগিতা কামনা করছি।