সিলেট-এয়ারপোর্ট সড়কে ট্রাক চাপায় গফুর আহমেদ (২২) নামের ব্যাটারি চালিত রিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় রিকশা চালক আহত হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গফুর আহমেদ সুনামগঞ্জ সদরের সাহেবনগর এলাকার শাহ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিলেট-এয়ারপোর্ট সড়কে পাথর বোঝাই একটি ট্রাক (মাগুরা ট-১১-০২১৯) ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে রিকশায় থাকা যাত্রী গফুর আহমেদ (২২) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় রিকশা চালক আহত হয়েছেন।
খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুজিত চক্রবর্তী বলেন, পাথর বোঝাই ট্রাকটি বিপরীতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশার আরোহী মারা যান। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে দেয়া হবে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।