মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

১৯ থেকে ২৪ জুলাই দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার

  • প্রকাশের সময় : ২৭/০৭/২০২৪ ০৭:১৮:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সংগৃহিত
Share
106

দেশে গত ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার। অথচ মাসের প্রথম ১৮ দিনে এসেছিল দৈনিক গড়ে ৭ কোটি ৯০ লাখ ডলার। 


কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে মাত্র ১৫০ কোটি ডলার। 


শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল। কয়েক দিন লেনদেন বন্ধের পর ২৪ জুলাই ব্যাংক চালু হয়। ওই দিন লেনদেন চলে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা। 


ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে ২৩ জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না। নস্ট্রো অ্যাকাউন্টে রেমিট্যান্স এলেও সেটি পুরোপুরি সমন্বয় হয়নি।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি