শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

স্থগিত হওয়া বিসিএস ও এইচএসসি পরীক্ষা কবে?

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৪ ০২:২৬:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতার কারণে স্থগিত করা হয়েছে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা। দেশব্যাপী চলমান এইচএসসি ও সমমানের চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা কবে নাগাদ হতে পারে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আগামী রবিবার (২৮ জুলাই) থেকে যেসব পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেগুলো সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধ হতে পারে এইচএসসি ও সমমানের আরও পরীক্ষা। 


সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। চলমান সহিংসতা-সংঘর্ষের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার পরবর্তী তারিখ পিএসসির ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা রয়েছে। তবে কবে নাগাদ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।


পিএসসি জানায়, ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি অনুযায়ী লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদগুলোর জন্য উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার নির্ধারিত সূচি ছিল গত ৮ মে থেকে আগামী ৩১ জুলাই।


পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন নিশ্চিত করেন, আগামী ৩১ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।


পিএসসি সূত্র আরও জানায়, নন-ক্যাডারের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট, এমসিকিউ বা বাছাই পরীক্ষা, ব্যাবহারিক বা সাঁটলিপি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষাসহ পিএসসির সব পরীক্ষা অনিবার্য কারণে আগামী ৩১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।


এদিকে, ছাত্রদের আন্দোলন চলাকালে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরপর কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত হওয়ার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা পরে জানানোর কথা রয়েছে। তবে খুব শিগগিরই এই পরীক্ষা শুরু হচ্ছে না।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আগামী ১১ আগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।’


আর কোনও পরীক্ষা স্থগিত হবে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনও সিদ্ধান্ত নিলে জানানো হবে।’


এদিকে, গত ৩ জুলাই থেকে শুরু হওয়া মাধ্যমিকের ২০২৪ শিক্ষাবর্ষের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের মূল্যায়ন কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়। তবে কবে নাগাদ এই মূল্যায়ন কার্যক্রম শুরু হবে তা অনিশ্চয়তা কাটেনি। কারণ উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সিটি করপোরেশন এলাকায় বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত কোনও পরীক্ষা শুরু করা সম্ভব হবে না।


অন্যদিকে, দেশের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত কবে নাগাদ পরীক্ষা শুরু হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি