সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

যে কারণে শাকিবের তুফানে দেখা যায়নি তমাকে

  • প্রকাশের সময় : ১৪/০৭/২০২৪ ০১:৩৫:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
17

গেল ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। এই সিনেমা মুক্তির পরপরই দর্শকদের চমক দিয়েছেন পরিচালক রাফী। এতে নতুন করে আবারও সবার নজরে এসেছেন এই নির্মাতা।


এবার এ ছবিকে কেন্দ্র করে আলোচনা চলছে তমা মির্জাকে নিয়ে। যদিও আলোচনার প্রসঙ্গ এই ছবিতে অভিনয় করেননি নায়িকা। কারণ এর আগে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজরে এসেছিলেন তমা। ‘তুফান’-এ অভিনয় করারও কথা ছিল তার। তবে পরবর্তীতে তিনি আর কাজ করেননি সিনেমাটিতে।


সম্প্রতি এক গণমাধ্যমে ‘তুফান’-এ কাজ না করার প্রসঙ্গে কথা বলেন তমা মির্জা। অভিনেত্রীর কথায়, ‘আমাকে ছবিটিতে জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে ভাবতে ‘তুফান’ টিমের কাছে সময় চেয়েছিলাম আমি। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। সিনেমাটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে।’


তবে নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান অভিনেত্রী। তবে সেটি নিয়ে এখনই কিছু বলেননি তিনি। কিছুদিনের মধ্যেই তার পরবর্তী কাজের ঘোষণা দেবেন বলে জানান।


উল্লেখ্য, রায়হান রা রাফীর পরিচালনায় প্রথমবারের মত অভিনয় শুরু করেন তমা মির্জা। ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা যায় তাদের।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি