সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

কার্ডিফে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস প্রদান

  • প্রকাশের সময় : ১৪/০৭/২০২৪ ১১:২৫:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের দি হ্যাঁভ কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে ও ওয়েলস কার্ডিফ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় শনিবার (১৩ জুলাই) দিনভর কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়েছে।


বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিেবর সার্বিক ব্যাবস্থাপনায় ও নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা হাসান মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্যুলার কোঅরডিনেটর ইশতিয়াক আকবর, পাসপোর্ট ও ভিসা সহকারী ফজলে এলাহী ও আহমাদ উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সার্ভিস প্রদান করেন।


ওয়েলস বাংলাদেশ কমিউনিটি সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুেসর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কনস্যুলার সার্ভিসে ভলান্টিয়ার হিসাবে সারাক্ষণ সহযোগিতায় ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার  মুজিবুর রহমান মুজিব, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস রিজিওনের অন্যতম লিডার সৈয়দ আশরাফ আলী, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, বিশিষ্ট ব্যাবসায়ী জালাল মিয়া, দিলওয়ার চৌধুরী ও খিজির আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 


এবারের সার্ভিসে প্রায় তিন শতাধিক লোক তাদের পাসপোর্ট নবায়ন, নো ভিসা প্রসেসিং, পাওয়ার অব অ্যাটর্নিসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেছেন। বন্ধের দিন অনেক কষ্ট করে হাইকমিশনের সেবা প্রদানের মাধ্যমে বয়স্ক বৃদ্ধ সহ ভ্রমণ করতে অক্ষম অনেকেই বিশেষ ভাবে উপকৃত হয়েছেন।


বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি সেবা প্রদান করেছেন বামিংহামের বাংলাদেশ হাইকমিশনের কমকর্তাবৃন্দ।


সার্ভিস চলাকালে ওয়েলস বাংলা নিউেজর সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুেরর সাথে একান্ত সাক্ষাৎকারে সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই কনস্যুলার সেবা গ্রহণ করতে সার্বিক সহযোগিতা করায় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও ওয়েলসের নিউপোর্ট সোয়ানসী ও কার্ডিফে পর্যায়ক্রমে এই ধরনের কনস্যুলার সেবা দেওয়া হবে বলে অভিমত ব্যক্ত করেছেন। 


বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের দিনভর কনস্যুলার সার্ভিস প্রদানকালে  কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলাওর আলী, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাপ্তান মিয়া, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ইয়ুথ সেক্রেটারি ও ওয়েলসের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ওয়েলসের সাবেক সেক্রেটারি শাহ শাফি কাদির, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ ওয়েলস এর সহ সভাপতি আব্দুল বারিক ও ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


বৃটেনের বামিংহাম হাইকমিশনের পক্ষ থেকে কনস্যুলেট সার্ভিস সকাল ১২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত কার্ডিফ দি গ্রেঞ্জটাউন হাভ কমিউনিটি সেন্টারে হ্যাভেলোক প্লেইসে আয়োজন করা হয়েছিল।


এদিকে, ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের টিমকে সুন্দর সার্ভিস প্রদান করায় ওয়েলসবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নতুন পাসপোর্ট করতে হলে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয় এতে বাংলাদেশে নানাভাবে হয়রানির মধ্যে পড়তে হয় বলে উল্লেখ করে প্রবাসীদের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স নীতিমালা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি