মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

সিলেটে জু.য়া খেলার সামগ্রীসহ ৩ জন গ্রে.ফ.তা.র

  • প্রকাশের সময় : ১৩/০৭/২০২৪ ১২:০৯:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
43

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর কালিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ধর্মপাশার জায়ারকোনা গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. সাইফুর রহমান (৪২), নগরীর কাজির বাজার এলাকার হেলাল আহমদের ছেলে অপু আহমদ (২৬), শেখঘাট টিকরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মজলু মিয়া (২৪)।


জানা যায়, নগরীর কালিঘাট শাহচট রোডস্থ পয়াজপট্টি এলাকায় জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসম জুয়া খেলার সরঞ্জাম তাদের কাছ থেকে জব্দ করা হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি