রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

ভাষাকে বুকে ধারণের কারণেই অসংখ্য সাহিত্যিক জন্ম নিচ্ছে - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৪ ১১:০০:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একটি জাতির মাতৃভাষাকে ধ্বংস করলে তাঁরা আর সমৃদ্ধি লাভ করতে পারে না। বাংলা ভাষাকে বুকে ধারণ করার কারণেই দেশে অসংখ্য কবি-সাহিত্যিক-সাংবাদিক জন্ম নিচ্ছে।


সিলেটে জেলা পরিষদ মিলতায়তনে শুক্রবার (১২ জুলাই) সাহিত্যসন্ধি (নতুনত্বের সন্ধানে) আয়োজিত সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। 


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, গুণীজনকে সম্মান ও শ্রদ্ধা করা মহত্বের লক্ষণ। গুরুজনকে সম্মান ও ভক্তি করলে নিজেরাও সম্মানিত হওয়া যায়। সাহিত্যসন্ধি (নতুনত্বের সন্ধানে) সংগঠনের জন্মলগ্ন থেকে যাঁরা আছেন ও সংগঠনের কার্যক্রম ধরে রেখেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, গুণীজনের অবদানকে স্বীকৃতি দেওয়া সবার কর্তব্য। সাহিত্য উৎসব আয়োজনের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এরফলে ভবিষ্যতের  প্রতিভা বিকাশিত হবে এবং  সিলেটের  সাহিত্য-সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে তিনি সাধ্য অনুযাযী  সাহিত্য-সংস্কৃতি কেন্দ্রিক সংগঠনের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 


সিলেটে লেখক ও সংস্কৃতি প্রেমীদের মেলবন্ধনের লক্ষ্যে সাহিত্যসন্ধি (নতুনত্বের সন্ধানে) এ সাহিত্য উৎসবের আয়োজন করছে। এতে সংবর্ধনা প্রদান করা হয় ভাস্কর সাহিত্য পত্রিকার সম্পাদক কবি পুলিন রায়, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি কবি, ছড়াকার ও কণ্ঠশিল্পী এনায়েত হাসান মানিক এবং বাংলাদেশ পয়েটস ক্লাবের সভাপতি কবি ও সংগঠক মোস্তাফিজুর রহমান চৌধুরীকে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি