মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:২০ অপরাহ্ন

তাহিরপুরে মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ ও জরিমানা

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৪ ০৯:০০:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
91

মাদার ফিশারিজ খ্যাত তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে মাছ ধরার সরঞ্জাম (চাই) জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আটককৃত একজনকে নগদ ৫ হাজার টাকা জড়িমানা করা হয়। 


শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। খোঁজ নিয়ে জানাযায়, মাদার ফিশারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশ বিপন্ন করে অবৈধভাবে কারেন্টজাল ও মাছ ধরার সরঞ্জাম দিয়ে মাছ ধরা হয়, এতে মা মাছ ও পোনা মাছের অস্তিত্ব বিলীনকারী প্রায়  লক্ষধিক টাকা মূল্যের কিরণমালা চাই জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। 


সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন , টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও প্রাণ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি