অন্তঃসত্ত্বা বউকে বাঁচতে গিয়ে হাওরের পানি ডুবে বউ শাশুড়ির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) দুপুর পৌণে ২টার দিকে উপজেলা সদরের জানিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জানিয়ারচর গ্রামের ফিরুজ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৪৫) ও হক মিয়ার স্ত্রী পিপাসা আক্তার (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নেকচাঁন জানান, অন্তঃসত্ত্বা পিপাসা বেলা পৌনে ২টার দিকে বাড়ি সংলগ্ন মগড়ার হাওরে গোসল করতে গিয়ে তলিয়ে যাওয়ার সময় তাঁর আত্মচিৎকার শুনে শাশুড়ি রেজিয়া খাতুন বউকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি, উভয়ই হাওরের পানি ডুবে নিখোঁজ হয়। পরে গ্রামবাসী খবর পেয়ে জাল পেলে পৌনে ১ঘন্টার চেষ্টায় ২জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।