শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নি হ ত ২

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৪ ০৫:০৬:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
28

হবিগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।


আহতদের হবিগঞ্জ জেলাসদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ও রাত ১০টার দিকে এ দুই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে পিকআপ ভ্যান চালক শিপলু মিয়া ও অজ্ঞাত এক ব্যক্তি। 

জানা যায়, বাহুবলের মুছাই চা বাগান থেকে কাঁঠালবাহী একটি পিকআপ মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মহাসড়কের সুতাং এলাকায় পৌঁছালে একটি শিশুকে বাঁচাতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শিপলু মিয়া নিহত হন। আহত হন ৩ জন। 


খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


অপরদিকে, সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবল উপজেলার চারগাও নামক স্থানে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। 


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি