সিলেটে উদ্ধারকৃত মর্টার সেল নিস্ক্রিয় করা হয়েছে।
আজ বুধবার পুলিশের বোম ডিজ্পজাল টিমের এডিসি (ডিবি) শাহারিয়ার আল মামুনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রাত সাড়ে ৮ টায় মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয়।
এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এর আগেএয়ারপোর্ট থানার সাহেবের বাজার থেকে মর্টার সেলটি (মডেল -৮২ এমএম) উদ্ধার করা হয়েছে। সেলটি এক সপ্তাহ আগে ছালিরমহল গ্রামের বিলাল মিয়া কমলাদিঘীর পাশে মাটি খুঁড়ে পেয়েছিলেন। মর্টার সেলটি পেয়ে বিলাল মিয়া তার বাড়িতে রাখেন। পরে সাহেবের বাজারে নিয়ে এ প্রতিবেদকের (মো. মতিউর রহমান, সিলেট সদর উপজেলা প্রতিনিধি) নজরে পড়ে।
পরে বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ আজবাহার আলী, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া ও সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারকে অবগত করেন। এরপর বোম ডিসপোজাল টিমের সদস্যরা এসে এটি নিস্ক্রিয় করে।